তানজিকা। সব জল্পনার অবসান ঘটিয়ে মিম রশিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই দাম্পত্য জীবন শুরু করলেন অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রবিবার রাতে রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন হলে অনুষ্ঠিত হয় ইরেশ যাকের ও মিম রশিদের বিয়ের আনুষ্ঠানিকতা।
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়েতে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। ইরেশ যাকেরের বিয়েতে তিনি ‘উকিল বাবা’ও হয়েছেন। স্থানীয় কাজির উপস্থিতিতে রাত সাড়ে নয়টা নাগাদ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এর আগে বিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের অভিনেতা ইরেশ যাকের বলেন, ‘আমি আর মিম নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
২৪ মার্চ নেপালের কাঠমান্ডুতে বউভাত অনুষ্ঠান হবে ইরেশ যাকেরের। এর আগে ২ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় ইরেশ ও মিমের গায়ে হলুদের অনুষ্ঠান হয় বনানীতে। গায়ে হলুদের অনুষ্ঠানে গান করেন পার্থ বড়ুয়া ও জয়িতা। সেখানেও তাদের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। পারিবারিক ভাবে ইরেশ ও মিমের বিয়ের কথাবার্তা পাকাপাকি হয় গত ২৭ জানুয়ারি।
ইরেশের স্ত্রী মিম রশিদ জনপ্রিয় তারকা মিথিলার ছোট বোন। মিম বর্তমানে নির্মাতা পপকর্ণ এন্টারটেইনমেন্টে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করছেন। মিমের সঙ্গে ইরেশের প্রায় ১১ বছরের বন্ধুত্ব। বেশ কয়েক মাস আগে বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়।