বরিশাল প্রতিনিধি॥ লুচি হন্ট চেয়েছিলেন ভিসা ফি মুক্ত পাসপোর্ট। তিনি চেয়েছিলেন বাংলাদেশে নিজ দেশের মর্যাদা এবং শেষদিন পর্যন্ত এই দেশে থেকে যেতে। যে সেবার মনোভাব নিয়ে এইদেশে এসেছিলেন সেই সেবার শেষটুকু পর্যন্ত বিলিয়ে দিতে তার শেষ আকাঙ্খা। আর এই সংবাদটি ঠিকই পৌঁছে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি সারা বাংলার সকল খবরই রাখেন। যার থেকে লুচি হন্টও বাদ পড়েননি।
লুচি হন্ট’কে দেয়া সুযোগ সুবিধা গন-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপহার ছিল। প্রথমে বরিশাল নাগরিক বার্তায় প্রকাশিত হয়েছিল একধরণের করুণ ও নিরব আকুতি। আর সেই থেকেই বিশ্ব মানবতার মা ন্যায় বিচারের স্পষ্ট দৃন্তানের প্রতিচ্ছবি কঠোরতা এবং উদারতার মাঝে সাম্য বজায় রাখার দৃষ্টান্ত স্থাপনকারী শেখ হাসিনা ছুটে যান লুচি হন্ট এর কাছে। তিনি উপহার তুলে দেন ঐ সেবিকার হাতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ১৫ বছরের জন্য ভিসা ফি-মুক্ত পাসপোর্ট নিলেন ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট। এই দৃষ্টান্ত এবং জনদরদী কাজ একমাত্র তাঁর দ্বারাই সম্ভব যার হাতে এখন দেশ ও বিশ্ব মানবতার দায়িত্ব। তিনিই পারেন এবং পারবেন এমনকি করে দেখাবেন।