টিআইএন॥ শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ অনুসারে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট না দেয়ায় শ্রম মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন।
গত সোমবার (৫ ফেব্রুয়ারি) গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শাফিকুর রহমান মাসুদ এই মামলা করেন। মামলার প্রাথমিক শুনানি শেষে ট্রাইব্যুনাল শ্রম মহাপরিচালকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেন। নোটিশে আগামী ৭দিনের মধ্যে সার্টিফিকেট দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে মামলার বাদি মিয়া মোহাম্মদ শাফিকুর রহমান মাসুদ জানান, ২০১৬ সালের ৩০ জুন গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষে রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। দীর্ঘ দেড় বছর পর (হাইকোর্টের নির্দেশে) গত ৯ জানুয়ারি রায়ের অনুলিপি দেয়া হলে ১০ জানুয়ারি গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নটির রেজিস্ট্রেশনের জন্য শ্রম মহাপরিচালকের কাছে আবেদন করা হয়। কিন্তু নির্ধারিত আইনানুগ সময় পার হলেও শ্রম মহাপরিচালকের দপ্তর থেকে আশাব্যঞ্জক সাড়া না পেয়ে এই মামলা করা হয়।