রাইসলাম॥ ৮-ই ফেব্রুয়ারির রায় নিয়ে- ২০ দলীয় জোটের অন্যতম শরীক বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ মনে করেন ‘সরকার আবার বিএনপিকে বেকুব বানাবে। আবারও ধোঁকা খাবে দলটি। এবার গর্তে ফেলে বিএনপির কোমরটাও ভেঙ্গে ফেলবে।’
বিএনপি নেতৃবৃন্দকে পার্থ এভাবেই সতর্ক করেন। বিএনপির দুজন নেতাকে শুক্রবার পার্থ আরও বলেন, ‘সরকারের কৌশল না বুঝেই আপনারা (বিএনপি) চূড়ান্ত সংগ্রামে ঝাঁপ দিয়েছেন। শিগগিরই চোরাবালিতে আন্দোলন আটকে যাবে।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ওই দুই নেতার কাছে ভবিষ্যতবাণী করে বলেছেন, ‘৮ ফেব্রুয়ারি সম্ভবত বেগম জিয়া নির্দোষ ঘোষিত হবেন। ফলে আন্দোলনের বেলুন চুপসে যাবে। বিএনপি বিজয় মিছিল করবে। ন্যায় বিচার হয়েছে বলে বিবৃতি দেবে।’
পার্থ বলেছেন, ‘দ্বিতীয় মামলায় আদালত খালেদা জিয়াকে দন্ডিত করলে কারো কিছু বলার থাকবে না। জনগণও বিশ্বাস করবে ন্যায় বিচার হয়েছে। বিএনপি একূল ওকূল দুকূলই হারাবে।