টিআ্ইএন॥ রোটারিয়ান মো: শাখাওয়াত হোসেন খাঁনকে এমপিএইচএফ পিন পরিয়ে দেন ক্লাব ও মিটিং এর সভাপতি। উত্তরা রোটারি ক্লাব এর সাধারণ সাপ্তাহিক ১২৭৯তম সভা অনুষ্ঠিত হয় গত শুক্রবার। এই সভায় জনাব শাখাওয়াত হোসেন খানকে এমপিএইচএফ পিন পরিয়ে সম্মানিত করা হয়। আমরা তার ক্লাবের সুনাম বৃদ্ধি ও সম্মান অর্জনের ধারাবাহিকতা কামনা করি।