আজ বিশ্ব বেতার দিবস

world radio day 18তাজুল ইসলাম নয়ন॥ আজ ১৩ ফেব্রুয়ারী ২০১৮ রোজ মঙ্গলবার সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস। এই দিবসের তাৎপর্য হউক ন্যায় ও সত্যের ভিত্তিমূলের আলোকে প্রচারণা এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতার দিকে সজাগ দৃষ্টি ও গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা। রেডিও বা বেতার একটি গুরুত্বপূর্ণ উপাদান যা, মানব জীবন মানকে উন্নত এমনকি পরিশিলীত করে মানব সভ্যতাকে বাস্তবে দৃশ্যমান করে তুলে। অন্ধকার ও অশিক্ষা এবং কুশিক্ষা থেকে সু এবং স্বশিক্ষায় শিক্ষীত হয়ে নিজের প্রয়োজন মিঠাতে সক্ষমতা অর্জন করা যায় এই বেতারের মাধ্যমে। বেতার আসলে যান্ত্রিক জীবনে একটু নিশ্চয়তা ও প্রশান্তি বিলিয়ে বেড়ায়।
বিশ্ব বেতার দিবসে বেতারের অগ্রযাত্রায় শরীক হউক প্রতিটি মানুষ। এবারের প্রতিপাদ্য বিষয় হউক ক্রিয়াঙ্গনে বেতার। আর এই প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে সহমত প্রকাশ করে সকলকে বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানাই। আগামীর বেতার বার্তা হউক সকলের জন্য মঙ্গলময়, শন্তির, আনন্দের, উৎসাহের, প্রয়োজনের যোগান হিসেবে কার্যকরী ও ফলপ্রসু। বিশ্ব বেতার দিবস ২০১৮ শুভ হউক এই কামনা করি।

Leave a Reply

Your email address will not be published.