শেখ কামাল সুমন॥ দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সাজা হওয়ার পর নিয়মতান্ত্রিক কর্মসূচী দিয়ে সাংগঠনিকভাবে নিজেদের এগিয়ে নিচ্ছে বিএনপি। জোট নেত্রীর সাজাকে কেন্দ্র করে বিশ দলের জোটগত কর্মসূচী আসেনি এখনও। জোট নেতারা যোগ দিচ্ছেন নেতৃত্বে থাকা বিএনপির ঘোষিত কর্মসূচীগুলোতে। তবে গণতান্ত্রিক আন্দোলন বিএনপির সঙ্গে ঐক্য গড়ার বিশদলের এখনই কর্মসূচী আসছেনা বলে জানিয়েছেন শীর্ষ পর্যায়ের নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতি আজ ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে কোনো নির্বাচন করা যাবে না। কর্মসূচী তো দলীয় কর্মসূচী চলছে। জোটের যখন প্রয়োজন হবে, তখন করবে।’
জোটের সদস্য দল বাংলাদেশ কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহম্মদ ইব্রাহিম বলেন, ‘বিএনপি যে সকল প্রোগ্রাম দিয়েছে, সেসকল প্রোগ্রামে জোটের সবাইকে আহ্বান জানানো হয়েছে। সিদ্ধান্ত এটাও হয়েছে, যদি ২০ দলের জোটের শরীক দলগুলো নিজেদের পছন্দমত কিছু করতে চায়, তাও অবশ্যই তারা করতে পারবে।’ সামনের দিনে ঐক্যবদ্ধ আন্দোলনেই গণতন্ত্র উদ্ধারের পাশাপাশি জনগণের শক্তি একইভূত করার প্রয়াশ চলছে বলেও জানান তারা।
সৈয়দ মুহম্মদ ইবরাহিম আরও বলেন, ‘জোট বাড়ানো জন্য প্রস্তাব হয়েছে, কারণ আমরা তো ১৮ দলীয় জোট হিসেবে রওনা হয়েছিলোম, এখন তো ২০ দলীয় জোট। সুতরাং জোট বাড়া- এটা একটা প্রক্রিয়া’।
বিএনপির ভাইস চেয়ারম্যন খন্দকার মাহবুব হোসেন এব্যাপারে বলেন, ‘২০ দলীয় জোটের বাইরে যারা আছেন, তারাও আমি মনে করি, বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়াকে সহযোগিতা করে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের মানুষকে গণতন্ত্রের স্বাদ দেবে।’ তবে এখনই কঠোর কর্মসূচী না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনেই জোট নেত্রীর মুক্তি ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ে লড়ে যাওয়ার কথা জানান এই নেতারা।
আমির খসরু বলেন, ‘এখানে কার কী রাজনৈতিক আদর্শ, উদ্দেশ্য, এটা কিন্তু কোনো বিষয় না। তাদের গন্তব্যস্থল কিন্তু একটাই। সেটা হলো গণতন্ত্র উদ্ধার, জনগণের ভোটাধিকার উদ্ধার এবং নাগরিক অধিকার উদ্ধার।