ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “হৃদয় থেকে প্রবাহিত হউক যুুক্তির স্রোতধারা” এ শ্লোগনকে ধারন করে গতকাল (১০ ফেব্রুয়ারি) কসবা বিতর্ক পরিষদ ও কুমিল্লাস্থ কসবা ছাত্র কল্যান পরিষদের আয়োজনে এবং কসবা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, মা ফাউন্ডেশনের সহযোগিতায় “ ২য় আন্তঃস্কুল, কলেজ এবং মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৩৬টি স্কুল এবং মাদরাসা অংশগ্রহন করে। তার মধ্যে ২৭টি স্কুল এবং ৯টি মাদরাসা রয়েছে। কলেজ পর্যায়ে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। তার মধ্যে ৬টি কলেজ ও ২টি কামিল মাদরাস অংশগ্রহন করে। উদ্বোধনী দিনে স্কুল পর্যায়ে বিতর্কের বিষয় ছিলো “ বাল্য বিবাহ রোধে আইন প্রয়োগের চেয়ে পারিবারিক সচেতনতাই বেশী জরুরী” এবং কলেজ পর্যায়ে বিতর্কের বিষয় ছিলো “চালকের অদক্ষতাই সড়ক দুর্ঘটনার মূল কারন”।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী দিনে বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব মো:তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন।
আন্তঃস্কুল, কলেজ ও মাদরাসা বিতর্ক প্রতিযোগিতার সদস্য সচিব আবদুল কাদির তারেকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক ও কুমিল্লার বিশিষ্ট সাংবাদিক মো.এমদাদুল হক সোহাগ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু, মো.নজরুল ইসলাম।
অনুুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।