কসবায় শুদ্ধ ভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রানিত করার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করে স্থানীয় প্রশাসন। উপজেলার ৩৩টি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। পরে শুদ্ধভাবে গাওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সূলতানা, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদ ও উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.হাসিনুর রহমান তালুকদার। শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ইমাম প্রি-ক্যাডেট স্কুল, মাধ্যমিক পর্যায়ে কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে কসবা সরকারী মহিলা ডিগ্রী কলেজ প্রথম স্থান অর্জন করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.