টিআইএন॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কাউকে বাইরে রেখে নির্বাচন করার মতো সরকার ভীত নয়। তবে কেউ যদি আইনি কারণে বাইরে থাকে তখন আমাদের কিছু করার নেই।’
গত রবিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘২২তম জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্স ফর দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজেস ‘কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘দন্ডপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দু’টি রায় আছে। এখন সেই রায়ের আলোকে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন সিদ্ধান্ড নেবেন খালেদা জিয়া নির্বাচনে আসতে পারবেন কিনা।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে নির্বাচন করার একটা বিধান আছে। সেই অনুসারে কাউকে নির্বাচনের বাইরে রাখতে চাই না। সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত দুইটি রায় আছে। দুইটি রায় দুই রকম। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে সুপ্রিম কোর্ট আর নির্বাচন কমিশন। এখানে আমাদের কোনও ভূমিকা নাই।’
আইনমন্ত্রী আরও বলেন, আইন আইনের মতো চলবে। এসব ব্যাপারে কোনও হুমকি-ধমকিতে আইনের কোনও ব্যত্যয় ঘটবে না। খালেদা জিয়ার সাজার পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন প্রক্রিয়াগুলো হচ্ছে, তিনি আপিল করবেন, চাইলে জামিনের জন্য দরখাস্ত করবেন। স্বাধীন বিচার বিভাগ যদি মনে করে সেটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। সে ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই।’
তিনি বলেন, ‘সরকারের যেখানে কিছুই করণীয় নেই সেখানে যদি সরকারকে তারা কিছু করতে বলে, আর সরকার যদি তা না করে তাহলে তারা সরকারকে হুমকি-ধমকি দিবে, এসবে কিন্তু আমরা ভীত হবো না। সংঘাতের কোনও প্রশ্ন নাই। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন সবার ঊর্ধ্বে, কেউ আইনের ঊর্ধ্বে না। এটা পরিষ্কার কথা।’