জাপাকে যারা ধ্বংস করতে চেয়েছিল তারাই ধ্বংস হয়েছে: এরশাদ

টিআইএন॥ জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার দল ধবংস করতে চেয়েছিল, কিন্তু ধ্বংস করতে পারেনি। বরং জাতীয় পার্টি আজ শক্তিশালী দল হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। রোববার বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে গুলশান থানার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি বলেন, যারা জাতীয় পার্টির ধ্বংস চেয়েছিল তারাই আজ ধ্বংস হয়ে যাচ্ছে। ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত। সবই আল্লাহ পাকের ইচ্ছা, তার হুকুম ছাড়া পাতাও নড়ে না। পৃথিবী পরিবর্তনশীল, রাজনীতিও পরিবর্তনশীল। চিরদিন কেউ ক্ষমতায় থাকে না। এটা সবাইকে বিশ্বাস করতে হবে। Earshad speach anbout heleda
নেতাকর্মীদের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান বলেন, আমাদের কাজ করতে হবে। কর্মী ছাড়া দল শক্তিশালী হয়না। ক্ষমতায় যেতে হলে সু-সংগঠিত হও। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেছি, বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে।
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার কথাও জানান এরশাদ। তিনি বলেন, গুলশান, বনানী, বারিধারা, ক্যান্টনমেন্টসহ উক্ত এলাকার উন্নয়নে অনেক কাজ করেছি, মানুষ তা আজো ভুলে নাই। আজীবন আমি মানুষের সুখে দুখে পাশে থাকতে চাই।
গুলশান থানা জাতীয় পার্টির নব-নির্বাচিত সভাপতি আবদুল আজিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের পরিচালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
তিনি বলেন, ৯ বছরের দেশ পরিচালনায় উন্নয়নমূলক কর্মকান্ডের ফলেই মানুষের কাছে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সমাদৃত হয়েছেন। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে পল্লীবন্ধু ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এতে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানান দলের মহাসচিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, আজম খান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের প্রমুখ।
জাপার কেন্দ্রীয় নেতা মামুনুর রহমান, মোহাম্মদ আলী খান, সরদার নজরুল, মো: শহিদ, মোঃ সুমন, ফারিয়া সুলতানা, ফজলুল হক, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, মোঃ কামাল, মোঃ নান্নু, মোঃ আলম, এসএম আল জোবায়ের, আয়াত আলী, মার্জান, বগুড়ার নন্দীগ্রাম পৌর জাপার সদস্য সচিব নজরুল ইসলামসহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.