অঞ্জনম নেত্রকোনা প্রতিনিধি॥ নেত্রকোনায় কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকালে পরিষদ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের আওতাভূক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিয়মিত কর পরিশোধ করে সকল প্রকার সেবা গ্রহনে স্থানীয় জনগনকে উদ্ধুদ্ধ করণের লক্ষ্যে বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত ইউরোপীয় ইউনিয়ন ও হেলভেটাস ইন্টার কো- অপারেশন জার্মানীর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ এই কর ও সেবা মেলার আয়োজন করে।
ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর ও সেবা মেলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত উপপরিচালক, স্থানীয় সরকার মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানা।
অনুষ্ঠানে বিদেশী অতিথি হিসেবে ইথিওপিয়ার আমহারা ন্যাশনাল রিজিওন্যাল কাউন্সিলের স্পিকার ইয়ার্সো তামেরী এসকাজিয়াসহ ১০ অতিথি উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানীর প্রজেক্ট ম্যানেজার মোঃ বাবুল আজাদ, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমূখ।
কর ও সেবা মেলায় বিপুল সংখ্যক জনগন তাদের উপর আরোপিত কর প্রদান করেন। মেলায় শ্রেষ্ঠ ৯ জন করদাতাকে ক্রেস্ট প্রদান করা হয়।