ইসরাত জাহান লাকী॥ “দেশে প্রযুক্তিপণ্য তৈরী প্রতিষ্ঠানের অভাবে ছোট্ট মোবাইল কিট থেকে বিশাল গাড়ির যন্ত্রাংশ সবই আমদানি করতে হয়” মাসুমা মেহরিন প্রথম সারির একটি জাতীয় দৈনিকের পাতা পড়ছেন, তিনি অবাক হলেন এভাবে পণ্য আমদানি হলে তো আমদানি পণ্যের প্রতিটি দামের সাথে যোগ হয় অতিরিক্ত শুল্ক! শুধু তাই নয় এভাবে চলতে থাকলে একটা সময়ে আমদানি ব্যবসার সংখ্যা বাড়লেও থেমে যাবে দেশী পণ্যের উন্নয়ন, কমে যাবে দেশের প্রযুক্তির দক্ষতা; আর গবেষণা কিংবা কাজের ক্ষেত্রের অভাবে দেশের মেধাবী অংশ পাড়ি জমাবে প্রযুক্তি নির্ভর নিবিড় দেশগুলোতে! তাহলে গলদ কোথায়? প্রযুক্তি পণ্যের কারখানা না থাকায়? কিন্তু গবেষণা ছাড়া প্রযুক্তি পণ্য তৈরী হবেই বা কীভাবে?
‘নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করি’ মাথায় রেখে শুরু হয়েছিল পাই ল্যাবস বাংলাদেশ লিমিটেড। পাই ল্যাবসের মূল উদ্দেশ্য শুধুমাত্র ব্যবসা কিংবা মুনাফা নয়, দেশীয় প্রযুক্তি আর জনসম্পদকে নিয়ে গবেষণা আর প্রযুক্তি পণ্যে দেশকে সামনের দিকে এক পা এগিয়ে নেয়ার প্রত্যয়; যেখানে আমরাই করবো একটি ছোট্ট কিট কিংবা বিশাল মহীরুহ!
পাই ল্যাবস বাংলাদেশের পথ চলার শুরু হয় ইলেকট্রনিক্স ও এম্বেডেড সিস্টেম ভিত্তিক গবেষণার মধ্য দিয়ে। প্রাথমিকভাবে দেশী-বিদেশী প্রতিষ্ঠানের নানা ধরণের প্রযুক্তি বিষয়ক সমস্যা সমাধান ও অটোমেশন নিয়ে কাজ করতে করতে মাথায় আসে আমারা নিজেরাই কেন নিজেদের পণ্যের সমস্যা সমাধানে আগাই না!
শুরু হয় প্রযুক্তি পণ্য নিয়ে গবেষণা, উদ্ভাবন আর উন্নয়ন। দেশীয় প্রযুক্তির ব্যবহার গতি পেয়েছে পাই ল্যাবসে তৈরী- ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- স্বল্প সময়ে ভোট গ্রহণ ও গণণা করার জন্য সুরক্ষিত ভোটিং ডিভাইস যা দিয়ে বাংলাদেশের কিছু সিটি কর্পোরেশন নির্বাচন সহজ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
ক) স্মার্ট পার্কিং সিস্টেম- স্বয়ংক্রিয়ভাবেই গাড়ির পার্কিং নিয়ন্ত্রণ করে ও পার্কিংকে সহজ করে।
খ) ডিজিটাল বিলবোর্ড- ই-জিপিতে টেন্ডার সম্পর্কে জনগনকে অবহিত করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ইঈঈচ ও ঈচঞট এর তত্ত্বাবধানে পাই ল্যাবস নির্মিত দেশীয় ডিজিটাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে রাজধানীর ফার্মগেট ও প্রেসক্লাবে।
গ) প্রোডাকশন লাইন মনিটরিং সিস্টেম- শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন পর্যবেক্ষণ ও সম্পন্ন করতে স্বয়ংক্রিয় সমন্বিত ব্যবস্থা ।
ঘ) ইন্ডাস্ট্রিয়াল টাইমার- নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের যন্ত্রাংশকে স্বয়ংক্রিয়ভাবে অন অথবা অফ করে দুর্ঘটনা এড়িয়ে যন্ত্রাংশকে করে দীর্ঘস্থায়ী আর মানুষকে নিশ্চিন্ত।
ঙ) ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভি.টি.এস)- অনলাইনে গাড়ির গতিবিধি, অবস্থান ও অবস্থা জানিয়ে গাড়িকে সুরক্ষিত রাখে।
চ) সর্বাধুনিক ফুয়েল মনিটরিং সিস্টেম- গাড়িতে তেল কিংবা গ্যাসের তথ্য সংগ্রহ করে গাড়ির মালিককে তথ্য সরবারাহ করে ফলে, তেল চুরির ভয় থেকে থাকা যায় নির্ভার!
ছ) সোলার চার্জ কন্ট্রোলার- নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে আরো সহজ ও দক্ষ করতে সোলার চার্জ কন্ট্রোলার ও অপটিমাইজার।
জ) অন্যরকম বিজ্ঞান বাক্স- ভবিষ্যৎ প্রজন্মকে অনলাইন আসক্তির পরিবর্তে বৈজ্ঞানিক গবেষণায় আগ্রহী করতে শিশুদের জন্য বাংলাদেশের প্রথম সায়েন্স কিট “অন্যরকম বিজ্ঞানবাক্স” ; যেখানে পাই ল্যাবস উৎসাহিত করে শিশুদের অনুসন্ধিৎসু মনকে।
এছাড়াও ডিজিটাল ভোল্টেজ স্টাবলাইজার, ভল্ট সিকিউরিটি সিস্টেম, সিরিঞ্জ ইনফিউশন পাম্প, মুভমেন্ট ট্রাকিং (সিসিটিভি), ব্যাটারী ও টেম্পেরেচার মনিটরিং সিস্টেম ইত্যাদি তৈরি হয়েছে পাই ল্যাবস -এ।
গবেষণায় সুদূর প্রসারী ভূমিকা রাখতে নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের সাথে পাই ল্যাবসের আছে সমন্বিত গবেষণা। আমরা চাই একজন শিক্ষার্থী গবেষণা করতে করতে শিখুক, জানুক তার কাজের ক্ষেত্র সম্ভব এ দেশেই!
পাই ল্যাবস বাংলাদেশ প্রযুক্তিতে গবেষণা প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের গবেষণা খাতকে সমৃদ্ধ করতে বিশাল জনসংখ্যার এই দেশের জন্য পাই গবেষণাগার ক্ষুদ্র একটি পদক্ষেপ। বিশাল মহীরুহের শুরু তো ছোট্ট চারা থেকেই হয়।
দেশের অগ্রযাত্রায় স্ব-স্ব ক্ষেত্রে আপনাদের অবদান অনস্বীকার্য। আমাদের পথচলায় আপনাদের সাহচার্য, উৎসাহ, অভিজ্ঞতা, মতামত, সমালোচনা পাথেয় হয়ে থাকবে। আমরাও চেষ্টা করবো এই অগ্রযাত্রায় লব্ধ অভিজ্ঞতা, প্রয়োজনীয় রিসোর্স নিয়মিত শেয়ার করার। চলুন সবাই মিলে গড়ে তুলি আমাদের স্বপ্নের বাংলাদেশ – অন্যরকম বাংলাদেশ …