ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন; আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মীগন এতিমদের টাকা মেরে খায়না এবং এতিমদের টাকা বিদেশে পাচার করেনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এতিমদের সহায়তা করে। মন্ত্রী বলেন খালেদার জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় রায়ের কপি ( জবেদা) পাচ্ছে না বলে বিএনপি যে অভিযোগ করছে তা সম্পুর্ন মিথ্যা। তিনি বলেন সঠিক সময়ের মধ্যেই রায়ের কপি পেয়ে যাবে। তিনি গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে আইনমন্ত্রীর নিজস্ব অর্থায়নে এলাকার ৩শ ৫০ জন এতিম শিশুর মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
পরে মন্ত্রী কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত মাল্ডিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ১০৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন; বর্তমান যুগে ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। তিনি বলেন দেশকে এগিয়ে নিতে বর্তমান শেখ হাসিনার সরকার ডিজিটাল সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সূলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সহকারী কমিশনার ( ভূমি) জোবাইদা আক্তার, জেলা পরিষদ সদস্য মো.মোশারফ হোসেন ইকবাল ও আলহাজ্ব মো.আইয়ুব আলী ভূইয়া, উপজেলা আওয়ামী যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম ও আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন। তাছাড়া মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে এলাকার দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ৮টি রিক্সা ও ৪১টি সেলাই মেশিন বিতরন করেন।
দুপুরে মন্ত্রী পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন। বিকেলে খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বুগীর হাইস্কুল মাঠে নতুন বিদ্যূৎ সংযোগ উদ্বোধন, বুগীর সিএন্ডবি থেকে খেওড়া বাজার পর্যন্ত রাস্তা নির্মানের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন এবং এলাকার দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।