তাজুল ইসলাম নয়ন॥ সকলকে জানাই বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা। তোমরা একে অন্যকে নিজের মত করে মহব্বত করো। নি:শর্ত ভালবাসার বিনিশুতোর বন্ধনে আবদ্ধ করো। যে রকম ভালবাসা পেতে চাই আগে সেইরকম ভালবাসা দাও। ফাগুনের রঙ্গে ভালাবাসাতে সতেজ রেখে আগামীর জন্য দৃষ্টান্ত বহনে অগ্রগামী হও।
বিশ্ব ভালবাসা দিবসে জাগ্রত হউক বিশ্বের মানবিক ও ঐশ্বরিক বিবেক। সৃষ্টিকর্তার দেয়া গুনাগুনগুলি সক্রিয় হউক মানব সভ্যতার কল্যাণের তরে। বিশ্বের হানাহানি, বিবেদ, বিশৃঙ্খলা, অন্যায় ও জুলুম নির্বাসিত হউক মহান এই ভালবাসার কাছে। ভালবাসা দিয়ে জয় হউক সকল অসাধ্য কর্মকান্ড। যেখানে মানবতা নেই সেখানেই এই ভালবাসা এবং মানবতা জাগ্রত বিবেক ও সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটুক।