ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে কসবার খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে ২০ ও ২১ ফেব্রুয়ারি প্রতিভা সাংস্কৃতিক সংগঠন ও খাড়েরা যুব কল্যান পরিষদ যৌথ উদ্যোগে করতে যাচ্ছে দু’দিন ব্যাপী বইমেলা। উক্ত বই মেলায় দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
জানা যায়, উক্ত বই মেলায় প্রধান অতিথি থাকছেন আন্তর্জাতিক খ্যাতিমান সাংবাদিক নাদিম কাদির। বই মেলায় মো.সোলেমান খান রচিত কাব্যগ্রন্থ ‘দ্রোহ’ ও লোকমান হোসেন পলা রচিত ‘ডিজিটাল সংসার’ নামক উপন্যাসের মোড়ক উন্মোচিত করবেন নাদিক কাদির। আয়োজকগন জানান ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় মেলা উদ্বোধন করা হবে। ইতোমধ্যে বইমেলা উপলক্ষে শিশুদের জন্য রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।পুরস্কার ছাড়াও মেলায় প্রায় দু’শতাধিক পাঠককে নানা ধরনের বই উপহার দেয়া হবে। মেলায় থাকছে বেশ কিছু বুকষ্টল।