টিআইএন॥ মানবিক সেবা ও দায়িত্ব পালনের ব্রতী নিয়ে সেবার প্রতি বিন¤্র আনুগত্য প্রদর্শন করে দৃষ্টান্ত স্থাপনে আগ্রমী আমাতুল কেয়া চৌধুরী আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশির্বাদ নিয়ে আপনাদের পাশে থাকবেন। আপনার এভাবেই তাকে বরণ করে প্রধানমন্ত্রীকে উপহার দিন আপনাদের এই নির্বাচনী আসনটি।
আগামী দিনেও এই চলমান ধারাবাহিক উন্নয়ন অব্যাহত থাকবে এবং উন্নয়নের বিল্পবের সারথী হয়ে থাকবেন আপনরাও।
তোমরা যে রকম সেবা পেতে চাও সেইরকম আগে নিজে করে দেখাও। নিজে করে দেখিয়েছে; দেখিয়েছে এবং শিখিয়েছে কিন্তু পাওয়ার আশায় নয় বরং দেয়ার আশায়। আর সেই দেয়া হলো প্রধানমন্ত্রীর উপহার ও ভালবাসা। তিনি সেই উপহার ও ভালবাসার প্রতিদান প্রতিনিয়তই পেয়ে যাচ্ছোন রিউয়ার্ড হিসেবে। এই জনগনের ভালবাসায় সিক্ত এবং জনগণের কাছে যেন তাঁর দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতাই বার বার তাকে চুম্বকের আকর্ষণের ন্যায় একত্রিত করে এক মিলন মেলায়। এই তাঁর পরিবার এবং পরিজন। এদের নিয়েই তার জীবন, ভাবনা এবং আগামীর কর্মচিন্তা। সেই চিন্তায় সৃষ্টিকর্তার আশির্বাদটুকু উপচে পড়–ক এটাই এখন আমাদের কামনা।
বারং বার শত বাধা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে বেরিয়েছেন এই নির্বাচনী এলাকায়। পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর দেয়া সকল উপহার এমনকি ছিনিয়ে নিয়েছেন উন্নয়নের জোরালো এক দৃশ্যমান বাস্তব ফল। ঐ এলাকার জনগণ তথা দেশবাসী দেখেছে এই সাহসী কন্যার সাহসী পদক্ষেপ এবং সততার দৃষ্টান্ত। তাই আগামী দিনের শুভ প্রত্যাশায় আমাদের ভালবাসা ও সমর্থন অব্যাহত থাকবে এটাই নিয়ন্ত্রর সত্য।
বাংলার বুকে দেখেছি কত শত সমাজ কর্মী এবং দেখেছি অনেক নিবেদিত প্রাণ মহান মহানুভব মানব মানবী। তাদেরই সমতুল এই আমাতুল কেয়া চৌধুরী। তার সেই দিকদর্শন হলো বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু তনয়ার হাতের ছোয়া, শিক্ষা এবং ভালবাসায় পরিচালনা। এইতো সেদিনও দেখেছি জাতির অভিভাবকের ভালবাসা এবং সেই ভালবাসার নির্মোহ প্রতিচ্ছবি। দেশের উন্নয়নতো হবেই; কারন প্রধান মন্ত্রীর সঙ্গে রয়েছে একঝাক তাঁরই মত নির্ভেজাল কর্মী। যারা তাকে অনুসরণ এবং অনুকরণ করে তারই মতো কাজ করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে এই দৃশ্যমান উন্নয়ন আজ চোখে পড়ছে। আগামীর প্রত্যাশায় আমরাও অপেক্ষায়…।