আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কসবার খাড়েরায় দু’দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করলেন শহীদ সন্তান সাংবাদিক ও লেখক নাদীম কাদির

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বই মানুষের পরম বন্ধু। বই পারে সমাজটাকে বদলে দিয়ে একটা মানবিক সমাজ গড়ে দিতে। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে এ প্রজন্মকে বই পড়ায় মনযোগী হতে হবে। গতকাল (২০ ফেব্রুয়ারি) কসবার খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে প্রতিভা সাংস্কৃতিক সংগঠন ও খাড়েরা ছাত্র যুব সংগঠনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক  harera nadimমাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিন ব্যাপী বই মেলায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ সন্তান খ্যাতিমান সাংবাদিক ও লেখক নাদীম কাদির উপরোক্ত কথাগুলো বলেন। বই মেলায় মো.সোলেমান খান রচিত কাব্যগ্রন্থ ‘দ্রোহ’ ও লোকমান হোসেন পলা রচিত ‘ডিজিটাল সংসার’ নামক উপন্যাসের মোড়ক উন্মোচন করেন নাদীম কাদির। বই মেলা উদ্বোধন করেন খাড়েরা মোহাম্মাদিয়া উচচ বিদ্যালয়ের সভাপতি ও ঢাকাস্থ কসবা সমিতির সভাপতি মো.সেলিম মাস্টার।
বিপিএম ( সেবা) অতিরিক্ত পুলিশ সুপার মো.ওবায়েদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কসবা-আখাউড়া সার্কেল) আবদুল করিম, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাই টিভি’র জেলা প্রতিনিধি মো.কাউসার ইমরান, খাড়েরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো.শাহআলম, শিক্ষিকা মাছুমা গুলশান। স্বাগত বক্তব্য রাখেন লোকমান হোসেন পলা। মেলায় ৭টি স্টল স্থান পায়। দুদিন ব্যাপী বই মেলা উপলক্ষে কুইজ ও রচনা প্রতিযোগিতায় ১২৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে স্কুল ভিত্তিক মোট ৩০০ ছাত্র-ছাত্রীকে বই উপহার দেয়া হয়। মেলায় সারাদিনই ছিলো হাজার হাজার লোকের সমাগম, মেলা উপলক্ষে, গান ,কবিতা, নৃত্য পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.