তাজুল ইসলাম নয়ন॥ কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা এডভোকেট মো: আনিছুল হক শ্যানন। স্বাধীনতা পরবর্তীকালে যা হয়নি তা হয়েছে এই ৪.২ বছরে। উন্নয়ন, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং রাজনৈতিক হারানো ঐতিহ্য ও নীতি ফিরে পেয়েছে কসবা ও আখাউড়া। এই ক্রান্তিকালেও জনাব হক সাহেব তার বাবার স্মৃতিবিজরীত কসবা ও আখাউড়াকে নিজ উদ্যোগে সাজিয়েছেন উন্নয়নের পসরায়। দেখিয়েছেন কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে রাজনৈতিক অভিভাবকত্ব বজায় রাখতে হয়। দুর্নীতি এবং স্বজনপ্রীতি ও অন্যায়-অবিচারের শিকল ভেঙ্গে মুক্ত বিহঙ্গের মত সর্বাঙ্গে বিচরণ করা এখন কসবার রীতি ও নীতিতে পরীণত হয়েছে।
কসবাবাসী পেয়েছে তাদের সুযোগ্য নেতা। নেতার নের্তৃত্বগুণেই উন্নয়ন ও শান্তি এবং স্থিতিশীলতা বিরাজমান থাকে। যোগ্য নেতার জন্যই মানুষ দল-মত নির্বিশেষে অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করে। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন আমাদের সন্তান প্রধানমন্ত্রীর ¯েœহভাজন ও আস্থার বিশ্বস্তজন এডভোকেট আনিছুল হক শ্যানন। আমরা তার প্রতিক্ষায় ছিলাম; যেমন করে অপেক্ষায় ছিল তার প্রিয়তমা স্ত্রী। আর সেই প্রতিদানস্বরূপ তিনি এখন প্রতিক্ষার প্রখর গুনছেন প্রতিনিয়ত পূর্নমিলনের জন্য। আজ আমরা এই মানুষটিকে সম্মানীত করার জন্য আগামী নির্বাচনের দ্বারপ্রান্তে। ভোট ঐক্য এবং বিজয় এই তিনটিকে একসূত্রে গেঁথে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে এগিয়ে নিতে চাই উন্নয়ন ধারাবাহিকতা।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধ, জয় হউক বাংলার জনগণের, বাংলাদেশ চীরজীবি হউক।