ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার সৈয়দাবাদ নামক স্থানে পাচারের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আনিত ট্রাকভর্তি ইউরিয়া সহ ১০২ বস্তা উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সারের মালিক ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতলী গ্রামের আবদুল আলীম এর পুত্র রানা (২০) কে পাচারের উদ্দেশ্যে নিয়ম বহির্ভূত ভাবে সার আনার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জানা যায় জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে রয়েছে।