মোড়ক উন্মোচন হলো এডভোকেট হারুনুর রশীদের দুটি বই

harun c book publish announceএসকে কামাল॥ গত ২৩/০২/২০১৮ ইং রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় অমর একুশে বই মেলায় কবি এ্যড. মোঃ হারুনুর রশিদ খান এর কাব্যগ্রন্থ “যুগের দিশারী” এবং ছোটগল্প “একটু উষ্ণতার জন্য” দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। উদ্ভোধন করে ড: শাহাদাত হোসেন নীপু, উপ-পরিচালক, বাংলা একাডেমী। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব জনাব আজিজুল হাকিম সহ আরো অনেক গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন, বন্ধবান্দব এবং পরিচতজনেরা। কবি নিজে অনুষ্ঠান শেষে সবাইকে মিষ্টিমুখ করান। যুগের চাহিদা এবং অভিজ্ঞতালব্দ অর্জন থেকে লিখা এই বই দুইটি পাঠকের জীবনে সার্থকতা ও দিশা পেতে সহায়তা করবে বলে সকলেরই বিশ্বাস। শ্রাবণ প্রকাশণীর বুকষ্টল নং- ৩২৩/ ৩২৪/ ৩২৫ তে বইটি পাওয়া যাচ্ছে। আশা করি দর্শকগণ শ্রাবণ প্রকাশনি থেকে বই দুইটি সংগ্রহ করবেন এবং কবি মনের জাগ্রত সত্তাকে আরো জাগিয়ে তুলতে সহায়তা করবেন।
boi mela book murok open
এই দুইটি বই নিয়ে কবি এডভোকেট হারুনুর রশিদ খাঁন সাহেবের মোট তিনটি বই প্রকাশিত হয়েছে। গত মেলায় একটি যা সকলেরই জানা (জাগরণ) আর এই মেলায় দুইটি। আমরা আশা রাখি আগামীতে আরো জ্ঞানগর্ভ জীবনদায়ী সৃজনশীল নতুন কিছু পাঠক পাবে এই উদীয়মান সৃজনশীল লেখকের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published.