নাজমুল হক সজল, বিশেষ প্রতিনিধি (কসবা) ॥ দেশের অন্যান্য জেলার ন্যায় কসবা কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা মহান ২১শে ফেব্রুয়ারী শোক দিবস পালিত হয়। সকালে প্রভাত ফেরির মাধ্যমে সৈয়দাবাদ অনার্স কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক ও মাল্য দান করেন কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন ভূইয়া ও সহকারী অধ্যক্ষ মো: ইসহাক। তার পর ভিবিন্ন সভা আলোচনার মাধ্যমে দিবসটি তাৎপর্য, ভিবিন্ন দিক নিয়ে আলোচনা করে অনুষ্ঠানটির সমাপ্তি করে। এদিকে সৈয়দাবাদ এ.এস. মনিরুল হক উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী ও শিক্ষক বৃন্দ সকালে প্রভাত ফেরির মাধ্যমে ২১শের কর্মসূচি পালন করেন। স্কুলের প্রধান শিক্ষক জনাব মনছুর আহম্মেদ স্কুলের সকল ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে প্রেভাত ফেরির মাধ্যমে স্কুল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্কুল হলরুমে এক আলোচনা সভায় ছাত্র/ছাত্রী ও শিক্ষকরা ২১শের তাৎপর্য তুলেদরে বক্তব্য রাখেন। শিশু শিক্ষা প্রতিষ্ঠান দিসারি কিন্ডার গার্টেন এর সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষকরা এক মনোজ্ঞ প্রভাত ফেরি বহির করে। তার পর সৈয়দাবাদ কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এর পর দিসারি কিন্ডার গার্টেন এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন প্রধান শিক্ষকা বুলবুল জান্নাত লিপি। পরে ২০১৭ সালেল এ প্লাস পাওয়া ৩জন ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। দিসারি কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা জনাব এম. এ বাতেন তার নিজস্ব অর্থায়নে স্কুলের ৩০০ কুমলমতি ছাত্র/ছাত্রীদের মধ্যে পুষ্কার বিতরণ করেন। উক্ত পুরষ্কার হাতে নিয়ে কুমলমতি ছাত্র/ছাত্রীরা হাত উচিয়ে পুষ্কার নিয়ে স্কুল হইতে সৈয়দাবাদ তালপট্টি পর্যন্ত একটি আনন্দ মিছিল করেন। ছোট ছোট শিশুদের মুখে ২১শের চেতনা আমরা ভুলবনা এই সব স্লুগান দেখে আশে পাশের মানুষ এক নয়নে তাকিয়ে থাকে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post