বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন বিয়য়ে নিউইয়র্কে সংবাদ সম্মেলন

রিপন, নিউইয়র্ক প্রতিনিধি॥ নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ বিষয়ে গত শনিবার সুধী সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রজেক্টটির বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কনসাল জেনারেল শামীম আহসান স্বাগত বক্তব্য দেন করেন। bangabondo satailight
এ সময় মঞ্চে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মাসুদ বিন মোমেন।
আওয়ামীলীগ নেতৃবৃন্দ স্যাটেলাইট উৎক্ষেপণের দিন ফ্লোরিডায় উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন এবং বিটিআরসি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান স্যাটেলাইট উৎক্ষেপণকে কেন্দ্র করে প্রবাসে যেকোনো ধরনের কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিটিআরসি সেক্রেটারি সারোয়ার আলম, বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনের প্রেস সেক্রেটারি শামীম আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি সামসুদ্দিন আজাদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, ট্রেজারার আবুল মনসুর, প্রচার সম্পাদক হাজী এনাম, আইন বিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published.