বিপ্লব ॥ ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার সেই মহান দিন আজ। ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমানের সেই ১৮ মিনিট স্থায়ী বজ্রকন্ঠ ভাষণের মাধ্যমেই জাতি পেয়েছিল স্বাধীনতা সংগ্রামের দিক-নির্দেশনা। মূলত তখন থেকেই বাঙালি জাতি প্রস্তুত হচ্ছিল স্বাধীনতা সংগ্রামের জন্য। ১২টি ভাষায় অনুবাদ করা হয় ঐতিহাসিক এ ভাষণটি৷ স্বাধীনতা সংগ্রামে জাতিকে এভাবে ঐক্যবদ্ধ করার সম্মানার্থে ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
“একটি কবিতা লেখা হবে তার জন্য কি দারুণ অপেক্ষা আর উত্তেজনা নিয়ে,
লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে।
ভার থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে,
‘কখন আসবে কবি’ ?
.. শত বছরের শত সংগ্রাম শেষে…
রবীন্দ্রনাথের মত দৃপ্ত পায়ে হেটে
অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
… কে রোধে তাহাঁর বজ্রকন্ঠ বানী ?
গণসূর্যের মঞ্চ কাপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।”
-কবি নির্মলেন্দু গুণ