এডভোকেট হারুনূর রশীদ খান
প্রগতিকে দাও গতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উপলক্ষে স্বরচিত নবজাগরণ কবিতা বই হতে ‘নারী’ কবিতাটি নারী জাগরণে উৎসর্গ করলাম।
নারী জাতির অসীম মান, ধরায় পবিত্র প্রাণ
নেই যে তুলনা তার
নারী সদা সুখশান্তির আধার।
নারী ছাড়া হতো না কভু ধরায় মানব প্রাণ
দু:খ বেদনা সহে সন্তান জন্মে ভাগ্যবতী ভবে
নর-নারীর মিলনে সুখ শান্তির জীবন বহে
নারী সহ মাতৃভুমি নেই কোন লুকোচুরি
এধারায় নারীই সুখশান্তির পিঁড়ি
নারীকে দিয়েছে সমাধিকার,
সেই জাতি পেয়েছে স্বর্গের আধার।
যতই দু:খ বেদনা নির্যাতন বহে সন্তান সযতেœ রাখে
নারীর প্রতি হলো অবহেলা, পরিবারে কভু আসিবে না সুখের মেলা
নারী-পুরুষ একই মানুষ সদায় থাকে যেন হুঁশ,
যে জাতি নারীর দিয়েছে অগ্রাধিকার তারাই পেয়েছে উন্নত জীবন মান,
নারীর প্রতি হলে যতœবান, জাতীয় জীবনে আনে সুখ-সমৃদ্ধির প্রাণ।