এডভোকেট হারুনুর রশিদ খাঁন
তুমি বিশ্ব নন্দিত, তুমি বিশ্ব সমাদৃত
তুমি বিশ্ব নেতা, তুমি বিশ্ব বাগ্মী
তাইতো তোমার ৭ মার্চের ভাষণ পেয়েছে
ইউনেস্কোর শ্রেষ্ঠ স্বীকৃতি।
তুমি অসহায়ের সহায়,
তুমি নির্যাতিত নিপীড়িতের সম্বল,
তুমি মুক্তিকামীর অগ্রদূত
সতত সংগ্রাম, সতত ভালোবাসা অটুট অবিচল সিদ্ধান্ত,
হে শেখ মুজিবুর রহমান।
তুমিই বাঙালি জাতির জনক, তুমিই কর্ণধার।