তানজিকা॥ ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দিতে মিরপুর থেকে পাঁচদোনা পর্যন্ত এসি বাস সেবা চালু করলো বিআরটিসি। সকালে খিলক্ষেতের জোয়ারসাহারা বাস ডিপোতে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান মো: ফরিদ আহম্মেদ ভূইয়া।
নতুন এসি বাস দিয়ে চালু হওয়া এই সার্ভিসে যোগ হয়েছে ৬টি বাস। এগুলো মিরপুর ১২ থেকে, ইসিবি চত্তর, কালশি, কুড়িল বিশ্বরোড, নিলা মার্কেট, কাঞ্চন ব্রীজ ও গাউছিয়া হয়ে পাঁচদোনায় যাত্রী পরিবহন করবে।
ভাড়া নির্ধারণ করা হয়েছে মিরপুর থেকে বিশ্বরোড, কাঞ্চন ব্রীজ, গাউছিয়া ও পাঁচদোনা পর্যন্ত যথাক্রমে ৩০, ৬০, ৮০ ও ১০০ টাকা। একই ভাড়া নেওয়া হবে পাঁচদোনা থেকে যথাক্রমে গাউছিয়া, কাঞ্চন ব্রীজ, বিশ্বরোড ও মিরপুর পর্যন্ত। বিআরটিসি চেয়ারম্যান বলেন, যাত্রীদের অংশগ্রহণের উপর ভিত্তি করে ভবিষ্যতে এই সার্ভিস বাড়ানো বা কমানো হবে।