মুক্তিযোদ্ধাদের কারণেই তৈরি হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা::মন্ত্রী

টিআইএন॥ মুক্তিযোদ্ধাদের কারণেই দেশে ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গত রবিবার দুপুরে মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টর হেডকোয়ার্টার লালমনিরহাটের বুড়িমারীতে মুক্তিযোদ্ধাদের এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।muktijuddah make fake muktijuddah
মন্ত্রী দুঃখ করে বলেন, ‘আজ মুক্তিযোদ্ধার সন্তানরা বলতে পারে না, তার বাবা কোন সেক্টরে যুদ্ধ করেছে, বলতে পারে না জাতীয় চার নেতার নাম। এ লজ্জা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
প্রতিদিন মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েই চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এর জন্য আমরা মুক্তিযোদ্ধারাই দায়ী। মুক্তিযোদ্ধাদের কারণেই ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে।’
শেখ হাসিনা ছাড়া কোনো সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করেনি বলে দাবি করেন মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধাদের জন্য আরও সুবিধার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধাদের বেতন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া প্রতি মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন স্মৃতি ১০ মিনিট করে লিপিবদ্ধ করা হবে।’
মন্ত্রী বলেন, ‘একাত্তর সালে পাকিস্তানিদের বিরুদ্ধে বুলেটের মাধ্যমে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। এবার বুলেট নয়, ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন মুক্তিযোদ্ধারা।’
পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, সংরক্ষিত নারী সাংসদ অ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।
অন্যান্যের মধ্যে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ আলম, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published.