৭ই মার্চের সেই বজ্রকন্ঠস্বর ধ্বনীত হচ্ছে

leder fareqদেলোয়ার হোসেন ফারুক
সেই আবেগঘন আহবান,
সেই নির্দেশনার তর্জনী!
এখনো রক্তে আগুন ধরায়!
মরা প্রান ফিরে পায়,
এখনো সেই আঠারো মিনিট,…
সেই উত্তপ্ত প্রহর,
এনে দেয় নতুন সকাল,
একাকার হয় সেকাল-একাল,
এখনো সেই বজ্রকন্ঠ!
এখনো সেই সুমষ্টি-স্বরের
আতœকথন, বাঁধভাঙ্গা প্রেরণা
জাগায় প্রাণে, গোষ্টী জাগে
দেশপ্রেমের, সেই মহা আহবানে..!

Leave a Reply

Your email address will not be published.