রিমন॥ ইতিহাসের মহানায়ক একবারই আসে। ইতিহাস সেরা বক্তব্য, বজ্রকন্ঠের হুংকার একবারেই দেন। তৎকালীন রেসকোর্স ময়দানে ১৯৭১ এর এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাইক্রোফোন হাতে জনসমুদ্রে দাঁড়ালেন।
১৮ মিনিটের অবিস্মরণীয়, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভাষা, বিপ্লব আর দ্রোহের অমর শ্লোক, ইতিহাস বিখ্যাত শ্রেষ্ঠ ভাষণ।…
স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার শত শত বছরের আকাঙ্খা মূর্ত হয়ে উঠে রাজনীতির কবির ভাষণে। স্বাধীনতা শব্দটা তখন থেকেই আমাদের হয়ে যায়।
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। “