অভিনব চুরি ও ডাকাতি যেন আর রেহাই নেই

তানজিকা॥ শাহিন ভাইরে ফেসবুক পেইজ থেকে॥ গতকাল ০৯-০৩-১৮ ইং তারিখ সকালে মাত্র অফিসে বসছি। এমন সময় আমার কাছে একটা সংবাদ এলো যে, আদাবর থানার অপজিট (উল্টাপাশে) জহুরি মহল্লা মসজিদ মার্কেট এর একটি দোকানে রাতে প্রায় ৭০০০০/- ডিম আনলোড হয়েছে। বিষয়টি সন্দেহজনক। কারন যার দোকানে ডিম গুলো আনলোড হয়েছে সে এত ডিম কখন ও ই একসাথে আনে না। বিষয়টি Police Officer sahinগোপনে তদন্ত করার জন্য আমি আমার থানার এস আই মনিরুজ্জামান ও এস আাই আশরাফ কে দায়িত্ব দেই। প্রায় দুই ঘন্টা পর মনিরুজ্জামান আমাকে জানায় যে, স্যার ডিম গুলো হলো আদাবর থানাধীন আদাবর ১৬ নং রোডের সজীব নামক এক ডিম ব্যাবসায়ীর। সজীব গত ইং ০৯-০৩-১৮ তারিখ সন্ধ্যার সময় তার নিজের ট্রাকে টাংগাইল জেলার ভূয়াপুর হতে ডিমগুলো ক্রয় করে আদাবরের উদ্দেশ্য রওয়ানা দিয়ে রাত অনুমান ২.৩০ ঘটিকার সময় সাভার থানাধীন জোড়পুল নামক স্থানে পৌছালে অন্য একটা বাস এসে ট্রাক ব্যারিকেড দিয়ে ড্রাইভার ও হেলপার কে কোপাইয়া রাস্তার পাশে ফেলে দিয়ে ডিমসহ ট্রাক নিয়ে চলে যায়। পরবর্তীতে ডিম আনলোড করে খালি ট্রাক মিরপুর স্টেডিয়াম এর কাছে ফেলে রাখে। উক্ত ট্রাকে মালিকের নাম্বার দেখে ট্রাফিক পুলিশ মালিক কে ফোন দিলে ট্রাকের মালিক সজীব মিরপুর গিয়ে ট্রাক নিয়ে আসে। এস আই মনির আমাকে বিস্তারিত ঘটনা জানানোর পর আমি তাকে বলি যে তুমি ডিমগুলে এবং আসামির দিকে গোপনে নজর রাখো এবং গাড়ি ও ডিমের মলিক সজীব কে দ্রুত সাভার থানায় পাঠাও মামলা করার জন্য। যেহেতু ঘঠনাস্থল সাভার থানাধীন। সজীব সাভার থানায় গিয়ে সব ঘঠনা খুলে বলে। সাভার থানার পুলিশ দ্রুত চলে আসে এবং এস আই মনিরুজ্জামান, এস আই আশরাফুল ইসলাম ও মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় জহুরিমহল্লায় অভিযান পরিচালনা করিয়া ৬৭৩৮০ পিচ ডিম উদ্বার করে ঘটনার সহিত জড়িত থাকায় নয়ন, স্বপন ও শহিদুল নামক তিনজন আসমিকে গ্রেফতার করে। উদ্বারকৃত ডিম ও গ্রেফতারকৃত আসমি সহ সাভার থানা পুলিশ সাভার থানায় নিয়ে যায়। সাভার থানায় ঘটনার বিষয়ে ডাকাতি মামলা রুজু হয়েছে।
পাঠক আমার শুধুমাত্র একটু সহযোগীতা ও সঠিক নির্দেশনার কারনে এবং এস আই মনিরুজ্জামান ও আশরাফুল ইসলাম এর বিচক্ষনতায় ক্ষতিগ্রস্থ ব্যাক্তি তার ডিমগুলো ফেরত পেল এবং অনেক বড় একটা অপরাধী চক্র ধরা পড়লো। সাভার থানাপুলিশ ইতিমধ্য ঘটনার সহিত জড়িত থাকার অপরাধে আরো কয়েকজনকে গ্রেফতার করেছে।
সজীব এর নাম্বার-০১৬২০১৪১৫৭৯।

Leave a Reply

Your email address will not be published.