অতুলনীয়া, অনন্যা, অন্নপূর্ণা, অদ্বিতীয়া- কোন বিশেষণেই যেন সম্পূর্ণ হয় না নারীর রূপ এবং গুণের বর্ণনা। সকল বিশেষণে সম্পূর্ণা, তোমার তুলনা কেবল তুমি- তোমার সৃষ্টিতেই এ ধরায় এসেছে পূর্ণতা। মা তোমার তুলনা কেবল তুমিই…
মায়ের জাতি এই নারীকে সম্মানে সম্মানীত এবং যোগ্য মর্যাদায় অধিষ্ঠিত করি। এই প্রতিপাদ্যতে আগামীর কল্যাণের তরে নিজেদেরকে নিবেদিত করে এগিয়ে যাই। সকল মা-বোনের প্রতি রইল আমার ও আমাদের নিরন্তর ভালবাসা ও শুভেচ্ছা এবং শুভকামনা।