তথ্যগোপন করে ৮০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে কসবায় ৪ পুলিশ কর্মকর্তা ও ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত মঙ্গলবার (৬ মার্চ) রাতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা ও ২ কনস্টেবল সহ ৬ জনকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ। কর্তব্য কাজে অবহেলা, তথ্যগোপন ও কারচুপির অভিযোগে কসবা থানার এসআই মনির হোসেন-১, এসআই শ্যামল মজুমদার, এএসআই সালাউদ্দিন, এএসআই ফারুক, কনস্টেবল শাহজাহান ও কনস্টেবল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতীপ্রাপ্ত) মো.মিজানুর রহমান পিপিএম (বার)। বরখাস্তকৃতদের জেলা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার সকালে উপজেলার টি.আলী বাড়ি মোড় হইতে দুইটি প্রাইভেটকারে করে উপজেলার নয়নপুর থেকে গাঁজা নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শ্যামল মজুমদার ও এএসআই সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ১২০ কেজি গাঁজা সহ ২ চালককে আটক করে। উদ্ধারকৃত ১২০ কেজি গাঁজা সিজার না করে কৌশলে মাত্র ৪০ কেজি গাঁজা দিয়ে সিজার লিষ্ট তৈরি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.ইকবাল হোসেন ও ডিবি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে জানতে পারেন সিজারে উল্লেখিত মালের সাথে গড়মিল রয়েছে। পরে থানার পূর্বপাশ্বের পরিত্যক্ত ভবন থেকে অতিরিক্ত ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্তব্য কাজে অবহেলা, তথ্যগোপন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পুলিশসুপার (অতিরিক্ত ডিআইজি) মো.মিজানুর রহমান পিপিএম (বার) ৪ পুলিশ কর্মকর্তা ও ২ পুলিশ সদস্য সহ ৬ জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সাংবাদিকদের জানান, কর্তব্য অবহেলা ও তথ্যগুপনের অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযুক্ত ৬ জন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.ইকবাল হোসেন তদন্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published.