কসবা উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃ গত বুধবার (১৪ মার্চ) বিকেলে আনন্দঘন পরিবেশে কসবা উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।jibon kormochari kollan meeting
কসবা উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া। প্রধান বক্তা ছিলেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কায়ছার ভূইয়া জীবন। উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন: কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এমজি হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মনির হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন রিমন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।অনুষ্ঠানেউপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাফর আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাছিনুর রহমান তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মো: জসিম উদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন কসবা উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠশিল্পী ফারজানা সুলতানা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক মো: আবদুর রউফ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কায়ছার ভূইয়া জীবন বলেন, কসবা উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের প্রতিটি সদস্য আন্তরিকভাবে সরকারের উন্নয়ন কর্মকান্ডে কাজ করে যাচ্ছেন। তিনি সংগঠনের কল্যাণে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের কথা ঘোষণা করেন। তাছাড়া সংগঠনের আসবাবপত্র ও বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published.