জবি প্রতিনিধি॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা নতুন বাস তিনটি গত বৃহঃস্পতিবার সকালে এসে ঢুকছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান আমাদের প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও সুযোগ সুবিধা সম্বলিত এ বাস তিনটির সিট গুলো সিন্থেটিকের। সিন্থেটিকের সিটগুলো এবারই প্রথম বাংলাদেশে আমদানি করা হয়েছে এবং এগুলো প্রথম ব্যবহার করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস তিনটিতে।
২০ মার্চ শিক্ষার্থীদের জন্য চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটে ছাড়া হবে বাস তিনটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্তির পর থেকে নানামুখী উন্নয়ন প্রকল্পের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পরিবহণ সুবিধা বাড়ানোর ব্যাপারে জোর পদক্ষেপ নেন অধ্যাপক ড. মীজানুর রহমান। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে বাস ও মিনিবাস কেনার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকেও তাঁর প্রচেষ্টায় বাস বেশকিছু বাস পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
খুব শীঘ্রই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহণ সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।