কসবায় ধুলোতে ভাসছে উপজেলা সড়ক

নাজমুল হক সজল, বিশেষ প্রতিনিধি কসবা, ব্রা‏‏হ্মণবাড়িয়া। কসবা উপজেলার বিভিন্ন সড়কে তমা কোম্পানীর বালি বোঝাই ট্রাক চলাচল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বালি আর ধুলো মিশ্রনে একাকার হয়ে পড়েছে সাধারণ পথচারীরা। ভোগান্তি কমাতে কেউ কেউ নিজ নিজ উদ্যোগে সড়কের দোকান বরাবর পানি ডেলে সাময়িক ভাবে ধুলোর হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে সৈয়দাবদ হইতে নয়নপুর পর্যন্ত রাস্তাটি তমা কোম্পানীর বালি বোঝাই ট্রাক আসাযাওয়ার ফলে রাস্তাটির বিভিন্ন স্থানে খানা খন্দে ভরা সড়কে ভয়াবহ আকার ধারণ করছে অতিরিক্ত ধুলোবালি। এদিকে সড়কের নিয়ম নিতি না মেনে বালি বুঝাই ট্রাক ও অন্যান্য যান চলাচলে কোন নিয়ম নিতির তোয়াক্কা করছে না। জানা যায় রেলওয়ে ঠিকাদারি কোম্পানী তমা গ্রুপ দরখার, তিনলাখপীর, সৈয়দাবাদ ও নয়নপুর হইতে ট্রাক বোঝাই করে বালি আনছে। এসব বালি বোঝাই ট্রাকে পর্যাপ্ত বালি ডেকে নিয়ে যাওয়ার কথা থাকলেও তা খোলামেলা ভাবে নিয়ে যাচ্ছে ট্রাকের চালকেরা। যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ জনগন। প্রতিদিন ধুলো বালুর কারণে ভুগছে স্কুল কলেজ ছাত্র-ছাত্রী ও পথচারীরা। একশ্রেণীর ভূমি খেকুদের সহিত চুক্তি করিয়া তমা কোম্পানী এ বালু সংগ্রহ করছে। একজন মোটরসাইকেল আরোহী চালক জানান বালীভর্তী ট্রাক হোন্ডার সামনে থাকলে ট্রাক থেকে বালু উড়ে আমাদের চোখমোখ ভরে যায়। সামনের দিকে কিছুই দেখা যায় না। যার ফলে দুর্ভোগে শিকার হচ্ছে জনগন। গাড়ির বালু সামনের দিকে কুয়াশার মত দেখা যায়। ট্রাক চালকেরা কেন এবালু না ডেকে রাস্তায় চলাচল করে; তারা দেখেও না দেখার বান করে থাকে। আমরা এ সমস্যা থেকে পরিত্রাণ চাই। এক অটু চালক জানান সড়কগুর ধুলাবালির কারণে যেতে ইচ্ছা করে না। বালি বোঝাই ট্রাকগুলি প্রকাশে চলাফেরা করলেও তাদের কেউ কিছু বলে না। অবশ্যই এর বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published.