মার্ক অনুপম মল্লিক॥ একটা সময় ছিল যখন আমাদের কাছে প্লেন জার্নি স্বপ্নের মতো মতো হতো। অনেক ছোট থাকতে বাবা একবার অফিস থেকে নেপাল গেল। সে কি এক্সাইটমেন্ট আমাদের। মাইক্রো ভাড়া করে সবাই মিলে সি অফ আর রিসিভ করতে যাওয়া, কি অদ্ভুত সেইসব দিন।
কিন্তু লাস্ট ৫-১০ বছরে অনেক কিছু চেইঞ্জ হয়ে গেছে, অনেক। বছরে অন্তত একবার দেশের বাইরে রিক্রিয়েশনাল ট্রিপ এখন জাস্ট একটা নর্ম। সাথে মেডিক্যাল, কনফারেন্স, অফিসিয়াল পারপাস তো লেগেই আছে। এই তো গত সপ্তায় নাইম ফারিহা ঘুরে আসলো সিঙ্গাপুর থেকে। কালকে আমার বোন যাচ্ছে সিঙ্গাপুর কি একটা কনফারেন্সে, জুয়েল যাচ্ছে থাইল্যান্ড ঘুরতে, প্রতি মাসে এসব লেগেই থাকে…আর ঢাকা চট্টগ্রাম খুলনা যশোর প্লেনে যাওয়া আসা তো অহরহ করছে সবাই। ফেবুতে ঢুকলেই কারো না কারো স্ট্যাটাস চোখে পরে – “Traveling to AgyK †cøm From Hazrat Shahjalal.”
আর ঠিক এই কারণে, একটা প্লেন ক্র্যাশ আমাদের কাছে এখন আর ডিসট্যান্ট কিছু না। বুকের ভিতরটা জাস্ট ধক করে উঠে, পরিচিত কেউ নেই তো? হোমফিডে ঘোরাফেরা, গড সবাইকে রক্ষা করো – তবু অবচেতন মনে একটা খারাপ সংবাদ দেখার আতঙ্ক।
প্রতিটা মৃত্যুই কষ্টকর, ভয়াবহ কষ্টকর। হয়তো সবার কাছে প্রত্যেকে ম্যাটার করে না। কিন্তু প্রত্যেকেই কারো না কারো রিলেটিভ, কলিগ, ফ্রেন্ড, ভার্সিটির, চার্চের, এলাকার কোন না কোন কমিউনিটির কেউ।
বাংলাদেশী একটা বিমান দূর্ঘটনা আমাদের জন্য তাই আজকে প্রচন্ড শোকের একটা দিন। হয়তো বুয়েটিয়ান Umme Salma আপুকে আমি আপনি চিনি না, কিন্তু মনটা প্রচন্ড আকুতি করে ওঠে তার সুস্থ ভাবে ফিরে আসার আকাংখায়। একটা হাসিখুশি ফ্যামিলির ক্রাশ করা প্লেনটাতে ওঠার আগের সেলফি প্রচন্ড নাড়া দিয়ে যায়, প্রচন্ড।
ট্রান্সপোর্টেশন সেক্টরের মধ্যে বিমান ওয়ান অফ দ্যা মোস্ট কস্টলি। সেইফটির পিছনে রিসার্চ, এক্টিভিটিও কিন্তু কম না। এত কিছুর পর, কোন একটা ভুলের কারণে, একটু সতর্কতার অভাবে এতগুলো ফুটফুটে প্রাণের চলে যাওয়া, কোনভাবেই মানা যায় না। কি ঘটেছে এখনো জানি না, বাট নিউজ দেখছিলাম US Bangla এর এই বিমানটিই নাকি সৈয়দপুরে এক্সিডেন্ট করেছিল, আরেকদিকে দেখছি কন্ট্রোল রুমের ভুল। আসল ঘটনা যাই হোক, চাই না এভাবে আর কোন প্রাণ অকালে চলে যাক, এভার।
হে সৃষ্টিকর্তা, আহতদেরকে তুমি দ্রুত সুস্থ করে দাও। প্রতিটা বিদেহী আত্মা যেন তোমার কাছে স্থান পায়। শক্তি দাও পরিবারগুলোকে এই ভয়াবহ ঘটনা মোকাবেলা করার। আমাদের প্রত্যেককে তুমি রক্ষা কর। তমিই সর্বশক্তিমান। You are the almighty.