প্রমাণ হলো বিচার বিভাগে সরকার হস্তক্ষেপ করে না

টিআইএন॥ সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না, খালেদা জিয়াকে চার মাসের জামিন নির্দেশ তাই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গত সোমবার (১২ মার্চ) সচিবালয়ে খালেদা জিয়ার জামিন আদেশের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন আইনমন্ত্রী। anisul hq in nuturality court speace after heleda bail
তিনি বলেন, হাইকোর্ট লিখিত আদেশ দিয়ে থাকলে, অ্যাডভান্সড অর্ডারের সার্টিফাইড কপি চলে গেলে, যতক্ষণ না আদালতের মাধ্যমে জেলখানায় পৌঁছে (আদেশ), ততক্ষণ রিলিজ করা হবে না। এর আগে দুপুরে পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

Leave a Reply

Your email address will not be published.