ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ শেখ হাসিনার মূলমন্ত্র-উন্নয়নের গনতন্ত্র- এবং স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল (২০ মার্চ) কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয় সরকারের উন্নয়ন মূলক প্রচারাভিযান ও সেবা সপ্তাহ। কর্মসূচীর মধ্যে ছিলো : আনন্দ শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক ও ঋন বিতরন অনুষ্ঠান।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান. মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, একটি বাড়ি একটি খামার সমন্বয়ক সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা।
যুব উন্নয়ন কর্মকর্তা মো.হাসিনুর রহমান তালুকদারের পরিচালনায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন; উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নজরুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা গোলাম হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আয়েশা খাতুন, সমবায় কর্মকর্তা মো.জসিম উদ্দিন প্রমুখ। পরে বিআরডিবির অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ও একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের ১৫ জন ঋন গ্রহিতার মাঝে ঋন বিতরন করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী জাফরিন সুলতানা ও উপজেলা শিল্পকলা একাডেমী প্রশিক্ষক আবদুর রউফ সংগীত পরিবেশন করেন। তার পূর্বে হাত ধোয়া ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন অতিথিগন।