জাতির পিতার জন্মদিনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা

টিআইএন॥ ১৭ই এপ্রিল, জাতির পিতা বঙ্গবন্ধু’র শুভ জন্মদিন, জাতিয় শিশু দিবসে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু ভবন প্রংগনে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। birthday celibrating tarana with child
উক্ত চিত্রাংকন প্রতিযোগীতায় কয়েকশত শিশু, কিশোর কিশোরী অংশগ্রহন করে। এতে অর্জন ও শ্রাবন মাননীয় মন্ত্রী আমাদের তারানা আপার ভালবাসায় সিক্ত হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ইয়াফেস ওসামান।

Leave a Reply

Your email address will not be published.