ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস, কসবা উপজেলা উদ্যোগে তৃতীয় কসবা উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা স্থানীয় বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সস্টিটিটে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস, কসবা উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভুঞা। উদ্বোধক ছিলেন আইন মন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কায়সার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দীন জুয়েল, সহকারি কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমন ও বাদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সস্টিটিউটের অধ্যক্ষ নজির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, কসবা উপজেলার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
স্কাউটার মো. অলিউল্লাহ সরকার অতুল ও সহকারি কমিশনার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কাউট কমিশনার আয়েশা আক্তার ও যুগ্ম সম্পাদক সাকাইয়েত হোসেন পাঠান।
উদ্বোধকের বক্তব্যে আইন মন্ত্রীর সহকারি একান্ত সচিব এডভোকেট রাশেদুল কায়সার ভুইয় জীবন বলেন, পৃথিবীর কোন সংগঠনেই নেতৃত্বের সনদপত্র নেই। শুধু স্কাউটেই নেতৃত্বের সনদ প্রদান করা হয়। তিনি বলেন, ক্যাম্প ক্যাম্পুরীতে যে সকল কোমলমতি শিশুরা অংশ গ্রহণ করেছে তারাই একদিন দেশের যোগ্য নাগরিক হবে। তিনি গৃহীত প্রশিক্ষণ নিজের জীবনে কাজে লাগানোর পরামর্শ দেন এবং উপজেলা স্কাউটকে সার্বিক সহযোগিতা প্রদানের ঘোষণা করেন।
উল্লেখ্য, তৃতীয় কসবা উপজেলা কাব ক্যাম্পুরীতে উপজেলার ৬৬টি দল অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।