প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ লন্ডনে পাট চুকাচ্ছেন তারেক জিয়া। পাড়ি দিচ্ছেন দুবাইতে। যুক্তরাজ্য তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার পরিপ্রেক্ষিতে, তারেক জিয়া এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
গত শুক্রবার তারেক জিয়া তাঁর স্ত্রী জোবায়দা রহমান এবং মেয়ে জায়মা রহমান ব্রিটেনে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে এন্টি পাসের জন্য আবেদন করছেন বলে জানা গেছে।
রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক জিয়া ও তার পরিবারের বর্তমানে কোন পাসপোর্ট নেই। পাসপোর্টবিহীন উদ্বাস্তুরা কোনো দেশে যেতে চাইলে তাঁকে ওই দেশ এন্ট্রি পাশ দেয়। সম্প্রতি যুক্তরাজ্য এবং বাংলাদেশ সরকার অপরাধ দমনে সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
ওই সমঝোতা চুক্তি অনুযায়ী, এক দেশের অপরাধী পালিয়ে অন্য দেশে গেলে, তাঁকে তাঁর মূল দেশে হস্তান্তর করা হবে। যদিও এটা বাস্তবায়ন একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। তারপরও তারেক জিয়া ঝুঁকি নিতে রাজি নন।
এর আগে তারেকের স্ত্রী এবং তাঁর মেয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছিল। কিন্তু ব্রিটিশ ইমিগ্রেশন বিভাগ সেই আবেদন এখনও নিস্পত্তি করেনি। দুবাইতে জিয়া পরিবারের হোটেল, শপিং মলসহ প্রায় এক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।
যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে সে দেশ থেকে বহিস্কার করা হতে পারে। ইতোমধ্যে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।