কসবায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বন্ধ হলে দুর্নীতি-উন্নয়নে আসবে গতি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির “দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ” উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তাদের সাথে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা’ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীত প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আলমগীর আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সাবেক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. ইদ্রিস ভুইয়া, দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক (কুমিল্লা অঞ্চল) এহসানুল হাবীব পলাশ ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.সেলিম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. সোলেমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিষ্ট্রার আহসান হাবিব, কসবা থানা ওসি (তদন্ত) মো.মনিরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মুন্সি রুহুল আমিন, আরএমও ডা:আসাদুজ্জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো.ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাফর আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নজরুল ইসলাম, কসব বিজিবি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন। পরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.