শেখ কামাল॥ ঢাকার মুগদায় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় ২৬ মার্চ প্রত্যুষে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। জাতীয় কর্মসূচীর আলোকে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। কর্মসূচীতে আরো ছিল অত্র মাদরাসার নয়জন ছাত্রের পবিত্র কুরআন হিফজ সবক, সম্প্রতি বিশ্ব হিফজ প্রতিযোগিতায় ৫০টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের ক্ষুদে হাফেজে কুরআন হাফেজ ক্বারী আবু রায়হানকে সংবর্ধনা উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান, ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মো. মোশাররাফ হোসাইন মাহমুদের সভাপতিত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব আল্লামা মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে মুগদা থানা ইমাম-ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা তফাজ্জল হক ও এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন। মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।