কসবায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ..আইনমন্ত্রী দেশের স্বাধীনতা ও ইতিহাস নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেয়া হবেনা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ যারা মুক্তিযুদ্ধে বিরোধীতা করেছিলো জিয়াউর রহমান তাদেরকে ১৯৭৫ এর পর প্রতিষ্ঠিত করেছিলো। শাহ আজিজের মতো রাজাকারকেও এ দেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধার সরকার। বাংলাদেশের স্বাধীনতা ও ইতিহাস নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর কাউকে দেয়া হবেনা। গতকাল মঙ্গলবার (২৭ মার্চ) কসবায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উদ্যোশে প্রধান অতিথির বক্ততায় আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তিরা এ দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিলো। বর্তমান সরকার মুুক্তিযোদ্ধাদের সম্মানে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সরকার এ দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচেছ। তিনি এ সরকারকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
sadinota cinimini anisul hq 1
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; উপাজেলা চেয়ারম্যান মো.আনিসুল হক ভূইয়া, আইমন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক রাশেদুল কায়সার ভূইয়া জীবন, এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) সামছুল হক, মুক্তিযোদ্ধা মো.শাহজাহান, মুক্তিযোদ্ধা আলী আরশাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি তারেক মাহমুদ ও সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ তারিখ: ২৭/০৩/২০১৮ ইং।
গোপিনাথপুর শাহআলম কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার (২৭ মার্চ) উপজেলার গোপিনাথপুর শাহআলম ডিগ্রী কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  sadinota cinimini anisul hq 2
অনুষ্ঠানে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাসান আজাদ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক এস এম মান্নান জাহাঙ্গীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো.আকরাম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; অধ্যাপক জসিম উদ্দিন, বিদায়ী শিক্ষার্থী সামিউল খান উদয়। অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.