তাজুল ইসলাম নয়ন॥ ডিজিটাল সোনার বাংলাদেশে ভুখন্ড তথা সীমান্ত রক্ষায় লাগানো হয়েছে অত্যাধুনিক মেশিন। এই অত্যাধুনিক মেশিন লাগানোর ফলে এবার ঢাকা থেকে দেখা যাবে সীমান্ত। সম্পূর্ণ সোনার বাংলাদেশ সীমান্তকে আনা হচ্ছে সিসি ক্যামেরার আওতাধিন। হত্যা অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান সনাক্তে প্রথমে এ কার্যক্রম শুরু হয়েছে।
কক্সবাজার, যশোহরের বেনাপোল, পুটখালী ও দিনাজপুরের হিলি সীমান্তে। এতে অনেক সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আমাদের বিজিবি ভাইয়েরা।
এখন যদি সমগ্র বাংলাদেশ নিরাপত্তা চাদরে ডাকার নিমিত্তে অত্যাধুনিক এই মেশিন সিমান্তের ন্যায় শহরের প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে ব্যবহার করা যায় তাহলে সমগ্য দেশই নিয়ন্ত্রন এবং শাস্তি ও স্থিতিশীলতায় পরিপূর্ণ থাকবে।
আগামী দিনে বাংলাদেশ এবং এর জনগণ ভোগ করবে সুফল। বিশ্ববাসী দেখবে আমাদের সাজানো গোছানো সংসার এবং শান্তি ও নিরাপত্তা এমনকি স্থিতিশীলতা। সবই হচ্ছে এবং হবে শুধু সময়ের প্রয়োজন দৃশ্যমান সুফল ভোগ করতে। জয় হউক শেখ হাসিনার, দির্ঘজীবি এবং চিরজীবি হউক শেখ হাসিনা ও তাঁর বাংলাদেশ।