ভুয়া নিউজ প্রচার করলে ১০ বছর কারাদন্ড

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ভুয়া নিউজ প্রচার করলে ১০ বছর কারাদন্ড অথবা এক লাখ ত্রিশ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রেখে মালয়েশিয়ার সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। গত সোমবার মালয়েশিয়ার সংসদে এই বিলটি উত্থাপন করা হয়। খবর বিবিসি। news paper rules in malayasia
ওই আইনে বলা হয়েছে, পত্রিকা, রেডিও, টিভি, অনলাইনে প্রচারিত খবর বা তথ্য আংশিক ভুল হলেই ভুয়া খবর হিসেবে বিবেচনা করা হবে। বিদেশি মিডিয়ায় মালয়েশিয়া সম্পর্কিত কোনো খবরকে ভুয়া খবর হিসেবে বিবেচনা করা হলে ঐ সাংবাদিক বা সংবাদমাধ্যম কর্তৃপক্ষ মালয়েশিয়ায় ঢুকলে তার বিরুদ্ধে এই আইনের আওতায় মামলা করা যাবে।
দেশটিতে আগস্টে সাধারণ নির্বাচনের আগে এই আইনটি আনা হচ্ছে। ফলে এরইমধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। ওই প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, ভুয়া খবর সারা বিশ্বের উদ্বেগ তৈরি করেছে। যার কারণে জনগণের সুরক্ষায় সরকার এই পদক্ষেপ নিচ্ছে।
মালয়েশিয়ার বিরোধী দলগুলোর আশঙ্কা, সংসদের দুই কক্ষে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে সহজে আইনটি পাস হয়ে যাবে। আশা করি আইনটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গঠনমূলক কাজে ব্যবহার করবে। তবে এই বাংলাদেশে কবে হবে। তাই দেখার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published.