সোহরাওয়ার্দীতে জনসভা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বিএনপির

শেখ কামাল সুমন॥ ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। এ জন্য অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে মঙ্গলবার বেলা ১১টার পর সচিবালয়ে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।bnp meet with home minister
তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য দুই সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, ২৯ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাওয়ার জন্য দলের জ্যেষ্ঠ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদন্ড পেয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদার জেলে যাওয়ার পর থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটি।
একই দাবিতে দলটির পক্ষ থেকে গত ২২ ফেব্রুয়ারি, ১২ ও ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করা হলেও পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশ করতে পারেনি দলটি। দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ আবারও জনসভার আয়োজন করতে চায় দলটি। এজন্য সমাবেশের অনুমতির ব্যাপারে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায় দলটি।

Leave a Reply

Your email address will not be published.