গত ১১/২/১৭ তারিখে একুশে বই মেলায় প্রকাশিত কবি এডঃ হারুনুর রশিদ এর স্বরচিত” নবজাগরন “বই হতে” হে স্বাধীনতা” কবিতাটি মহান স্বাধীনতা দিবসে উৎসর্গ করলাম।।
হে স্বাধীনতা তুমি জাতির হৃদ প্রদীপ,
হে স্বাধীনতা তুমি জাতির অধিকার আদায়ে মূর্ত প্রতীক,
হে স্বাধীনতা তুমি নির্যাতিত নিপীড়িতের উদীয়মান সূর্যরশ্নি।
হে স্বাধীনতা তুমি শহীদ স্বজনের বুক ফাটা যন্ত্রণা লাঘবে অশ্রু-হাসি,
হে স্বাধীনতা তুমি ৩০ লক্ষ শহীদের রক্তে মুক্ত আবাস,
হে স্বাধীনতা তুমি মুক্তির পথ প্রদর্শক।
হে স্বাধীনতা তুমি মানবতা,
স্বাধীনতা তুমি সততায় অগ্রদূত।
হে স্বাধীনতা তুমি শোষণ ও দুর্নীতি উচ্ছেদের পবিত্র হাতিয়ার।
হে স্বাধীনতা তুমি ন্যায় বিচারের ধারক-বাহক,
হে স্বাধীনতা তুমি অপরাধী ও স্বার্থঅন্মেষীর মহা-ত্রাস,
হে স্বাধীনতা তুমি বিশ্ব ইতিহাসে এক মহা মানচিত্র।
হে স্বাধীনতা তুমি ভবিষ্যৎ প্রজন্মের উন্নত জীবন অঙ্গীকার,
হে স্বাধীনতা তুমি জাঙালি জাত, ধর্ম, বর্ণে সুখ-সমৃদ্ধির অবস্থান।
হে স্বাধীনতা তুমি সাম্যের নগজাগরণ।
হে স্বাধীনতা তুমি আদর্শ জীবন গড়নে মহান বার্তা।
হে স্বাধীনতা তুমি বীরের রক্তে রঞ্জিত বিজয় ঝান্ডা,
হে স্বাধীনতা তুমি বীরত্ব গাথা লাল- সবুজের পতাকা।