তাজুল ইসলাম নয়ন॥ শুভ জন্মদিন। আল্লাহ আপনাকে বাচিয়ে রাখুন জনগণের কল্যাণের নিমিত্তে, কসবা ও আখাউড়ার গৌরব এবং মর্যাদা বৃদ্ধির লক্ষে, বিশিষ্ট আইনবিদ এবং বঙ্গবন্ধুর সহচর ও বাংলাদেশ সংবিধান প্রনেতাদের একজন এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, পানিয়ারূপ গ্রামের গর্ব ও অহংকার এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া সাহেবের অসমাপ্ত কাজ এবং ভালবাসা বিলিয়ে দেয়ার জন্য। জনাব হক সাহেব পৃথিবীতে দৃশ্যমান নেই কিন্তু তাঁর কাজ এবং সৃষ্টিশীলতা এখন তাকে বাঁচিয়ে রেখেছেন। জনমনে এক দৃষ্টান্ত হিসেবে আপনি যে কাজ করে যাচ্ছে সেইসকল কাজই আপনাকে এবং আপনার পিতাকে সর্বাঙ্গে বিরাজমান রেখে আপনার গ্রাম পানিয়ারূপ তথা কসবা আখাউড়াকে গর্বীত করে যাচ্ছে।
দিনে দিনে আপনি আপনার কর্মগুন এবং এর ব্যপ্তি বৃদ্ধি করে যাচ্ছেন যা সর্বকালের সর্বসেরা মানব দরদী উন্নয়ন কান্ডারী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন দল মত নির্বিশেষে আপামর জনসাধারণের কাজে। আপনার ভালবাসা, শাসন, কর্মগুণ এবং সহজ ও সরলীকরণ কথার মাঝে খুজে পাওয়া যায় ভালবাসা এবং বন্ধনের এক শিকড়। যার মুলে রয়েছে নি:শর্ত ভালবাসা এবং কিছু দেয়ার অভিলাষ। সেই থেকেই আপনি এখন নিজের, পরিবারের এমনকি পরিচিতজন ও আত্মিয়-স্বজনের নন, আপনি এখন আপামর জনসাধারণের এবং দেশের এক উজ্জ্বল সম্পদ। যা শেখ হাসিনার আবিস্কারের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে। কেউ কেউ আপনাকে নিয়ে যোগ্য কবিতাও রচিত করেছে, আবার কেউ কেউ নতুন গানও বেধেছে। এখানে দুটি পংক্তি উল্লেখ করা হল।
“কসবা-আখাউড়ার গৌরব তুমি
তুমি স্বপ্নদ্রষ্টা”
ন্যায় নীতি, আদর্শ আর উন্নয়ন প্রতিষ্ঠা
সবি তোমার প্রচেষ্টা”।
৬৩ বছর উদযাপন ও সাদামাটা আয়োজন এবং আপনার কর্মপরিকল্পনা আগামীর কসবা ও আখাউড়ার অবস্থান এখন পরিস্কার। জনগন এখন আপনার ভালবাসার পরিবারে আবদ্ধ। আর এই বিশাল পরিবারকে নিয়ে আপনি এগিয়ে যান আগামীর কোন অসম্ভবকে সম্ভবে পরিণত করতে। তা হবেই, লক্ষ্য যখন স্থীর তখন আর রুখে কে? আপনার চলমান কমকার্ন্ড এগিয়ে যাক এটাই আমাদের কামনা। প্রশান্তি আপনার নিমিত্তেই অগ্রসরমান। আর প্রশান্তির মাধ্যমেই ঘোষিত হউক আপনার আগামী নিশ্চিত জয়। এই আশা রেখেই আগামীর নতুন সম্ভবনার কোন গল্প নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।